English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৪

সপ্তাহজুড়ে ৪ কোম্পানি ও ১টি মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহজুড়ে ৪ কোম্পানি ও ১টি মিউচ্যুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ও ১টি মিউচ্যুয়াল ফান্ড শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনেটা, বিএসআলরএম স্টিলস, বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস, গ্রামীণফোন লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

রেনেটা : রেনেটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিএসআরএম স্টিলস : বিএসআরএম স্টিলসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিএসআরএম লিমিটেড :  বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

গ্রামীণফোন : গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য  নগদ ১৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি এই লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য নগদ ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি এই লভ্যাংশ ঘোষণা করেছে।