English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০৯

‘শেয়ারে বিনিয়োগের অপর নাম ঝুঁকি’

নিজস্ব প্রতিবেদক
‘শেয়ারে বিনিয়োগের অপর নাম ঝুঁকি’

ঢাকা: প্রতিটি শেয়ারে বিনিয়োগের অপর নাম ঝুঁকি। তাই শেয়ার ক্রেতাদের বিনিয়োগের পূর্বে ওই কোম্পানির মৌলিক ভিত্তিগুলো দেখে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। 

বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ের বাজার পরিস্থিতি নিয়ে ডিএসইতে আয়োজিত এক  সংবাদ সম্মেলনের তিনি এ সব কথা বলেন। 

মাজেদুর রহমান বলেন, একজন সচেতন বিনিয়োগকারী টেকসই পুঁজিবাজারের অন্যতম শর্ত। আর এই সচেতন বিনিয়োগকারী তৈরি করার জন্যই বিএসইসি সারা দেশে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী এই শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন। ডিএসইও তার ট্রেনিং একাডেমির মাধ্যমে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ সব সময় ঝুঁকিপূর্ণ। তাই বাজারে বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি দেখেই বিনিয়োগ করতে হবে। ধার-দেনা করে, বোনের গয়না বেচে, বাড়ির গরু বেচে বিনিয়োগের দরকার নেই। খরচের অতিরিক্ত টাকা পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

কোম্পানির অর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দুঃখের বিষয় হলো এখানে পারিবারিক ও আত্মীয়-স্বজনদের নিয়োগ দেওয়া হচ্ছে। কোম্পানির ও বিনিয়োগকারীদের স্বার্থে এখানে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার। সবাই মিলে একটি স্বচ্ছ সুন্দর জবাবদিহিমূলক পুঁজিবাজার গঠন করা যাবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, পরিচালক ড. আবুল হাশেম, পরিচালক রুহুল আমিনসহ স্টক এক্সচেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা।