English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১০:১৮

ব্যাংক খাতের শতভাগ শেয়ারের দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক খাতের শতভাগ শেয়ারের দর বৃদ্ধি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১ হাজার ৮৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেনে বেশি অবদান রেখেছে ব্যাংক খাত। এই খাতে সোমবার শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১১ সালের ২৫ জুলাই ডিএসইতে ১ হাজার ৮৮২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৭৭ পয়েন্টে। গতকাল ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট বেড়ে হয় ৫৪২২ পয়েন্ট।

পুঁজিবাজারে ব্যাংক খাতের ৩০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বেশি দর বেড়েছে এক্সিম ব্যাংক লিমিটেডের। সোমবার শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৬০ পয়সা দরে। ৩ হাজার ৫৩৪ বারে কোম্পানির ২ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩০ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার টাকা।

ব্যাংক খাতে দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এদিন ব্যাংকটির ৩ টাকা বা ৯ দশমিক ১৭ শতাংশ দর বেড়েছে। শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ৩৫ টাকা ৭০ পয়সা দরে। ৩ হাজার ৬১১ বারে কোম্পানিটির ৯০ লাখ ৭২ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩১ কোটি ৩০ লাখ ৫১ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ারে ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯১ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা দরে।

এরপর যথাক্রমে রূপালী ব্যাংকে ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৭৯ শতাংশ, যমুনা ব্যাংকে ১ টাকা বা ৫ দশমিক ৭৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকে ৯০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকে ৮০ পয়সা বা ৫ দশমিক ১৩ শতাংশ এবং ঢাকা ব্যাংকে ১ টাকা বা ৫ শতাংশ দর বেড়েছে।