English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫২

আজ ৪ কোম্পানির এজিএম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আজ ৪ কোম্পানির এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ও স্ট্যান্ডার্ড সিরামিক।

জেএমআই সিরিঞ্জ

এই কোম্পানির এজিএম আজ সকাল সাড়ে ১০টায় অটিটোরিয়াম অব চিটাগং ক্লাব, এস.এস খালেদ রোডে অনুষ্ঠিত হয়। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি মোট ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আইসিবি

আইসিবির এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। আইসিবি সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইমাম বাটন

এই কোম্পানির এজিএম সকাল ১০টায় কোম্পানির ফ্যাক্টারি প্রাঙ্গন, ফৌজদারহাট চিটাগং অনুষ্ঠিত হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্ট্যান্ডার্ড সিরামিক

এই কোম্পানির এজিএম সকাল সাড়ে ১০টায় কারখানা প্রাঙ্গন সায়দানা কে.বি বাজার জয়দেবপুর গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।