English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ২১:৩২

অ্যাপোলো ইস্পাত ১৫ শতাংশ লভ্যাংশ দেবে

নিজস্ব প্রতিবেদক
অ্যাপোলো ইস্পাত ১৫ শতাংশ লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অ্যাপোলো ইস্পাত বিনিয়োগকারীদের ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশ যার অনুমোদন করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান দীন মোহাম্মদ। 

সভায় কোম্পানির আয়-ব্যয় সম্পর্কিত আর্থিক বিবরণী ও উহার উপর নিরীক্ষকের প্রতিবেদনসহ পরিচালক মণ্ডলীর প্রতিবেদন অনুমোদন দেয়া হয়। এছাড়া অবসরে যাওয়া কোম্পানির দুইজন পরিচালক মোহাম্মদ শোয়েব এবং এম এ মজিদকে পরিচালক পদে পুনর্নির্বাচিত করা হয়। সভায় পরবর্তী বছরের জন্য ম্যাবস অ্যান্ড জে পার্টনারসকে নিরীক্ষক হিসাবে পুনঃনিয়োগ ও তাদের ফি ২ লাখ ৩০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এম এ মজিদ, মো. রফিক অ্যাপোলো ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মো. আনসার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবুল হাসান প্রমুখ।