English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫২

ডিএসই ও সিএসইতে লেনদেন সূচক উভয় কমেছে

নিজস্ব প্রতিবেদক
ডিএসই ও সিএসইতে লেনদেন সূচক উভয় কমেছে

বুধবার মূল্য সূচকের পতনে দেশের প্রধান দুই পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। আজ সূচকের সাথে লেনদেনও কমেছে উভয় পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ২০ শতাংশ লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে ৭৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৭ কোটি ৯৬ লাখ টাকা কম। মঙ্গলবার ৯৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল এবাজারে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৯১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।