English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০২:১২

সপ্তাহের শেষে সূচকের ঊর্ধ্বমুখিতা

অনলাইন ডেস্ক
সপ্তাহের শেষে সূচকের ঊর্ধ্বমুখিতা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গেছে। 

এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সূচক এবং লেনদেন উভয় ঊর্ধ্বমুখী দেখা গেছে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৬ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ৫৮ লাখ টাকা কম। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৪ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার ও মিউচুয়াল ফান্ড  দর।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই৫০ ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৬ পয়েন্টে, সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসআই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকা অঙ্কে লেনদেন হয়েছে ৯৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর।