English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:১০

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক
সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

বুধবার মূল্য সূচকের উর্ধ্বমুখী প্রবণাতার মধ্যদিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।