English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১২:২৫

গেইনারের শীর্ষে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

অনলাইন ডেস্ক
গেইনারের শীর্ষে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সোমবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে। এই শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সূত্রে জানায়, গতকাল শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪১৪ বারে ৩৪ লাখ ৭৫ হাজার ৬৪৮টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস। এই শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ২ হাজার ৬৪৬ বারে ৩৭ লাখ ১০ হাজার ৫৪৪টি শেয়ার লেনদেন করে।

গেইনারের তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের ৪৬ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, বিবিএস, ন্যাশনাল টি কোম্পানি, এইচআর টেক্সটাইল, মুন্নু জুট স্ট্যাফলার্স, সিএমসি কামাল ও বিডি ল্যাম্পস।