English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৭

ম্যাকসনস স্পিনিংয়ের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
ম্যাকসনস স্পিনিংয়ের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

রেকর্ড ডেটের ম্যাকসনস স্পিনিং মিলস লিমিটেডের লেনদেন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রেকর্ড ডেটের কারণে এদিন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় সাভারের ম্যাকসন গ্রুপের কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে বস্ত্র খাতের কোম্পানিটি।

২০১৬ সালের ৩০ জুন ৯ মাসে সমাপ্ত হিসাবে বছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। জুন ক্লোজিংয়ের বাধ্যবধকতায় এবার ৯ মাসে হিসাব বছর গণনা করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে ১৪ পয়সা ইপিএস দেখিয়েছে ম্যাকসনস স্পিনিং। আগের বছর একই সময়ে যা ছিল ৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৬৩ পয়সা।

ডিএসইতে সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এর শেয়ারের দর ৬ টাকা ৩০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।