English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৩৮

সূচকসহ অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

অনলাইন ডেস্ক
সূচকসহ অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

দেশের উভয় পুঁজিবাজারে শনিবার (২৪ সেপ্টেম্বর) অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এসময় বেড়েছে সূচকও। তবে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এদিনে ডিএসইতে লেনদেন হওয়া ৩২১ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১০৪টির এবং দর পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। এছাড়া সিএসই লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।

এদিনে ডিএসইতে লেনদেন কমেছে ৩২ কোটি ৫১ লাখ টাকা। শনিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২২ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ২১ লাখ টাকা। এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮০ দশমিক ৩১ পয়েন্টে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক এক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ দশমিক ৯৯ পয়েন্টে এবং শূন্য দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ডিএস ৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৭৭১ দশমিক ৯০ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ থাকা কোম্পানি হল- লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশেন, এসপিসিএল, জিএসপি ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসসিসিএল।

আর সিএসইতে শনিবার মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ৩৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৪০ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে শনিবারের প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৬৪ দশমিক ৮২ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০ দশমিক ২৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ৪৯ পয়েন্টে বেড়ে ১৩ হাজার ৪৬ দশমিক ২৭ পয়েন্টে।