English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১২

ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে

অনলাইন ডেস্ক
ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগস্টে ডিএসইর মোট রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৯৫৯ টাকা। যা গত জুলাই  মাসে ছিল ৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা। অর্থাৎ আগের মাসের তুলনায় গত মাসে ৩ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা রাজস্ব আদায় বেশি হয়েছে।

এর মধ্যে আগস্ট মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় কমেছে। জুলাই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ২ কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকার রাজস্ব আদায় করা হয়েছিল। তবে আগস্টে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৭৬৩ টাকা।

সেই হিসাবে রাজস্ব আদায় কমেছে ৮৪ লাখ ৮৬ হাজার ৬০৩ টাকা।