English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৫

ব্লক মার্কেটে লেনদেন ৭ কোম্পানি

অনলাইন ডেস্ক
ব্লক মার্কেটে লেনদেন ৭ কোম্পানি

ব্লক মার্কেটে ৭ কোম্পানির শেয়ার লেনদেন করেছে বুধবার। কোম্পানিগুলো এদিনে মোট ১২ লাখ ২৯ হাজার শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আইডিএলসি ফিন্যান্স। কোম্পানিটি এসময়ে ৬ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা। সাউথইস্ট ব্যাংক ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ছিল ৪৮ লাখ টাকা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৩ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, বার্জার পেইন্টস, ডেসকো ও লিন্ডে বিডি।