English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৫:৪৮

বিএসইসির কমিশনার স্বপন কুমার বালার মেয়াদ বৃদ্ধি

অনলাইন ডেস্ক
বিএসইসির কমিশনার স্বপন কুমার বালার মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২ বছর থেকে বৃদ্ধি করে ৪ বছর করা হয়েছে।

গত ১৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক বালাকে ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমারের চুক্তির মেয়াদ ৪ বছর করে ওই নিয়োগের সংশোধিত আদেশ জারি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের পদে স্বপন কুমারের মেয়াদ গত ১২ এপ্রিল শেষ হয়েছিল।

আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।

বর্তমানে কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসাইন  এবং অধ্যাপক হেলালউদ্দীন নিজামী, মো. আমজাদ হোসাইন ও মো. এ সালাম সিকদার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।