English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১৫:৫২

সামিট পাওয়ারের একীভূতকরণ তদন্তে বিএসইসির কমিটি

অনলাইন ডেস্ক
সামিট পাওয়ারের একীভূতকরণ তদন্তে বিএসইসির কমিটি

সামিট পাওয়ারের একীভূককরণ প্রক্রিয়া খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্দেশ্যে বিএসইসি চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) জরুরী কমিশন সভায় বিএসইসি এ সিদ্ধান্ত নেয়।

বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৪ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। বাকী সদস্যরা হলেন, পরিচালক মনসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার।
 
এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

এ বিষয়ে বিএসইসির একাধিক কর্মকর্তা বলেন, সামিট পাওয়ারের সঙ্গে সামিট গ্রুপের অপর তিন কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট উত্তরাঞ্চল পাওয়ার এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একীভূতকরণে আদালতের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করা হয়নি। তাই পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন।

এদিকে গত বুধবার একই ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়।  বৈঠকে শেষে সামিট পাওয়ার লিমিটেডের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। ফলে আগামী রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।