English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৫:৪৯

উভয় স্টকে সামিট পাওয়ারের লেনদেন বন্ধ

অনলাইন ডেস্ক
উভয় স্টকে সামিট পাওয়ারের লেনদেন বন্ধ

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সামিট পাওয়ারের শেয়ার লেনদেন বন্ধ । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সামিট পাওয়ারের এই লেনদেন বন্ধ থাকবে। অবশ্র এর আগেই বুধবার সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডকে (এসপিপিসিএল) তালিকাচ্যুত করে সামিট পাওয়ারের লেনদেন অব্যাহত রাখে উভয় স্টক এক্সচেঞ্জ।

বুধবার (২৪ আগস্ট) রাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ সিদ্ধান্ত জানিয়েছে।

পূর্ব ঘোষণা অনুসারে, ২৩ আগস্ট রেকর্ড ডেটের পর গতকাল থেকে সামিট পাওয়ারের সঙ্গে গ্রুপের আরো তিন বিদ্যুৎ কোম্পানির একীভূতকরণ স্কিম কার্যকর হয়েছে। এর মধ্যে এসপিপিসিএল শেয়ারবাজারে তালিকাভুক্ত ছিল।

কোম্পানিটিকে গতকাল তালিকাচ্যুত করেছে দুই স্টক এক্সচেঞ্জ। এদিকে এখনো আনুপাতিক হারে সামিট পাওয়ারের শেয়ার পাননি এসপিপিসিএলের শেয়ারহোল্ডাররা।

একীভূতকরণ অনুযায়ী, নিজ কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১.৩০৯টি শেয়ার পাবেন সামিট পূর্বাঞ্চলের শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১.৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১.৪৭৫টি শেয়ার দেয়া হবে।