অভিজ্ঞতা লক্ষে ডিএসই পরিদর্শন করল নেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অভিজ্ঞতা অর্জন করেছে সিকিউরিটিজ বোর্ড অব নেপালের ৫ সদস্যের ১টি প্রতিনিধি দল। অভিজ্ঞতা অর্জনের লক্ষে প্রতিনিধি দলটি মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএসই পরিদর্শন করেছেন।
ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পরিচালক মুক্তি নাথ শ্রেষ্ঠ। প্রতিনিধি দলে ছিলেন সিডিএস অ্যান্ড ক্লিয়ারিং লিঃ এর সিইও দেব প্রকাশ গুপ্ত, নেপাল স্টক এক্সচেঞ্জ লিঃ এর সিনিয়র আইটি অফিসার মিসেস নিসা তিমিলসিনা, সিডিএস অ্যান্ড ক্লিয়ারিং লিঃ এর আইটি অফিসার বিকাশ ঢাকাল এবং সিনিয়র ফাইন্যান্স অ্যাসিস্টেন্ট মিস জুনু খাদকা।
পরিদর্শনকালে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. মাজেদুর রহমান স্বাগত জানিয়ে বলেন, ডিএসই ৬০ বছরের ইতিহাসে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পথ চলছে। এরমধ্যে দিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বরে ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে।
মাজেদুর রহমান আরো বলেন, বিশ্বের উন্নত স্টক এক্সচেঞ্জ সমূহের সাথে ডিএসই’র আন্তঃযোগাযোগ রয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন স্বনামধন্য এক্সচেঞ্জ সমূহের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে কিছু বিষয় ডিএসইতে বাস্তবায়ন করা হয়েছে। যাতে ডিএসই বিশ্বের যে কোন উন্নত স্টক এক্সচেঞ্জের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে।
পরে এক প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিনিধিদলকে বাংলাদেশের পুঁজিবাজার, প্রাইমারি মার্কেট, আইপিও এর ক্ষেত্রে ডিএসই’র ভূমিকা তুলে ধরেন। একইসাথে ফিক্সড প্রাইস মেথড, বুক বিল্ডিং মেথড, সেকেন্ডারি মার্কেট, ট্রেডিং সিস্টেম, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট ইত্যাদি সম্পর্কে অবহিত করেন।
পাশাপাশি প্রতিনিধিদলকে ডিএসই’র প্রযুক্তিগত অবকাঠামো, প্রাইমারি মার্কেট সলিউশন্সে আইপিও ম্যানেজমেন্ট সিস্টেম ও বুক বিল্ডিং সিস্টেম, ট্রেডিং সিস্টেম, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, পোস্ট ট্রেড সলিউশন্স ইত্যাদি বিষয়েও অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটওয়ারী (এফসিএমএ), প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিমসহ ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা।