English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৬:২৯

পতন বৃত্তে উভয় পুঁজিবাজার

এমএজামান
পতন বৃত্তে উভয় পুঁজিবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজার আবারো পতন বৃত্তে আবদ্ধ। সোমবার (২২ আগস্ট)  দিন শেষে উভয় বাজারে সূচকসহ লেনদেন কমার দৃশ্য লক্ষ্য করা গেছে। এনিয়ে টানা তিন কার্ষদিবস সূচক পড়েছে।

উভয় স্টকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫৭৮.২৫ পয়েন্টে। এর আগে রোববার (২১ আগস্ট) ৬.০৫ পয়েন্ট ও বৃহস্পতিবার (১৮ আগস্ট) ১০.১৬ পয়েন্ট কমেছিল।এসময়ে সূচকের সাথে সাথে আর্থিক লেনদেনের পরিমাণ কমছে।

সোমবার ডিএসইতে ৪৪৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা রোববার ৪৭০ কোটি ৭০ লাখ টাকার ও বৃহস্পতিবার ৫১১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৮টি’র দর কমেছে ও ৫৫টি’র দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের ১৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এমজেএল বিডি।

লেনদেনে এরপর রয়েছে— ন্যাশনাল টিউবস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, আমান ফিড ও স্কয়ার ফার্মা।

সোমবার সিএসই’র সিএসসিএক্স মূল্যসূচক ১৫.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৫৫৫.৫৭ পয়েন্টে। এর আগে রবিবার ১১.২৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ৫.২৯ পয়েন্ট কমেছিল।

এসময়ে সিএসইতে ২৫ কোটি ৭১ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। যার পরিমাণ রোববার ২৬ কোটি ১১ লাখ ও বৃহস্পতিবার ২৭ কোটি ৯৭ লাখ টাকা ছিল। সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৮৫টি’র, কমেছে ১২৬টি’র ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি’র।