বিদায়ি সপ্তাহে ১৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ি সপ্তাহে ৫ কোম্পানি ও ১২ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই ৫ কোম্পানি হলো- এপেক্স ট্যানারি, জেমিনি সি ফুড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও সোনারগাঁ টেক্সটাইল।
আর মিউচুয়াল ফান্ডগুলো হলো- রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
জানা যায়, এপেক্স ট্যানারি বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৯৭ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.৭২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ অক্টোবর, সকাল ১০টায় গুলশান সুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর।
জেমিনি সি ফুড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫০ শতাংশ স্টক ও ২০ শতাংশ ক্যাশসহ মোট ৭০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০.৭১ টাকা, এনএভিপিএস দাঁড়িয়েছে ২১.৪৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২১ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় সেলিব্রেটি কনভেনশন সেন্টার ধানমণ্ডি, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ৭ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা। এ কোম্পানির এনএভিপিএস হয়েছে ৩৩.৯৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় সাবমেরিন ক্যাবল লেন্ডিং স্টেশন, মাইটভাঙ্গা, আলিপুর, কুয়াকাটা, পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে। আগামী ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর মেঘনা–কর্ণফুলি ইন্স্যুরেন্স ভবন, মতিঝিলে অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী ৫ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল ১৮ মাসের হিসাব সম্পন্ন করেও বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। জানুয়ারি, ২০১৫ থেকে জুন, ২০১৬ পর্যন্ত ১৮ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৫২ টাকা। জানুয়ারি, ২০১৪ থেকে জুন, ২০১৫ পর্যন্ত অর্থাৎ আগের বছরের ১৮ মাসের হিসাবে এ লোকসানের পরিমাণ ছিল ৩.৩০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ৭ সেপ্টেম্বর বরিশালের হাওকিং চাইনিজ রেস্টুরেন্ট অডিটরিয়ামে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
মিউচুয়াল ফান্ড- রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড (১০ শতাংশ ক্যাশ), গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ড (১০ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ পুনঃবিনিয়োগ), ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৯ শতাংশ পুনঃবিনিয়োগ), ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৫ শতাংশ পুনঃবিনিয়োগ), পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ শতাংশ পুনঃবিনিয়োগ), আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৬ শতাংশ পুনঃবিনিয়োগ), পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ শতাংশ পুনঃবিনিয়োগ), ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড (৫ শতাংশ পুনঃবিনিয়োগ), ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড (৫ শতাংশ পুনঃবিনিয়োগ), এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ শতাংশ পুনঃবিনিয়োগ), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৫ শতাংশ পুনঃবিনিয়োগ) এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৬ শতাংশ পুনঃবিনিয়োগ) ডিভিডেন্ড দিয়েছে ফান্ডগুলোর ট্রাস্টি পরিষদ।
এদিকে ফান্ডগুলোর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।