English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৩:০৩

একীভূতকরণ হচ্ছে বেঙ্গল উইন্ডসরের সহযোগি ২ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
একীভূতকরণ হচ্ছে বেঙ্গল উইন্ডসরের সহযোগি ২ প্রতিষ্ঠান

বেঙ্গল পেট্রকেম ও সিনথেটিক টেক্সটাইলস একীভূতকরণের অনুমতি দিয়েছে বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সহযোগী প্রতিষ্ঠান দুইটির একীভূতকরণের খসড়া অনুমোদন করা হয়।

বেঙ্গল উইন্ডসর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষেই কোম্পানি দুইটির একীভূতকরণের খসড়া অনুমোদন দিয়েছে।

এদিকে, বেঙ্গল পেট্রকেম ও সিনথেটিক টেক্সটাইলস পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকসের সহযোগী কোম্পানি।