English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১৮:১১

ডিএসইর হল্টেডে সাত কোম্পানি

অনলাইন ডেস্ক
ডিএসইর হল্টেডে সাত কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারে (১১ আগস্ট) সাত কোম্পানির শেয়ার ছিল হল্টেড। এ কোম্পানিগুলো হল- শ্যামপুর সুগার, মডার্ন ডাইং, ঝিলবাংলা সুগার, দেশবন্ধু পলিমার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারী এবং মেঘনা পেট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দুপুর সাড়ে ১২টার মধ্যে এসব কোম্পানির শেয়ার ক্রয়ে করতে দেখা গেলেও বিক্রেতার কোন দেখা পাওয়া যায়নি। ফলে কোম্পানিগুলো বিক্রেতার অভাবে হল্টেড হয়।

সর্বশেষ তথ্য মতে, শ্যামপুর সুগারের ২৪ হাজার ২০০টি শেয়ার ২৬ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ১ লাখ ১৫ হাজার ৫৪০টি শেয়ার ১৭.৬০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১৭.৬০ টাকায়।

মডার্ন ডাইংয়ের ৭ হাজার ৫৪৯টি শেয়ার ৯০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১২ লাখ ৫৮ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ১ হাজার ৭৩টি শেয়ার ১৬৭.৬০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১৬৭.৬০ টাকায়।

ঝিল বাংলা সুগারের ২৬ হাজার ২২০টি শেয়ার ৩০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৬ লাখ ২৭ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ৪৪ হাজার ৯২৯টি শেয়ার ২৩.৯০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ২৩.৯০ টাকায়।

দেশবন্ধু পলিমারের ১০ লাখ ৯২ হাজার ৫৭০টি শেয়ার ৬২৫ বার লেনদেন হয়। যার বাজারমূল্য ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ১ লাখ ৩৫ হাজার ৯৪৪টি শেয়ার ১১.৫০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১১.৫০ টাকায়।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১ লাখ ১৮ হাজার ২৭৬টি শেয়ার ১৭৭ বার লেনদেন হয়। যার বাজারমূল্য ১২ লাখ ১১ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ৭ হাজার ৬৯৯টি শেয়ার ১০.৫০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১০.৫০ টাকায়।

বিচ হ্যাচারীর ৫ লাখ ৬৫ হাজার ১৬৬টি শেয়ার ২৭৮ বার লেনদেন হয়। যার বাজারমূল্য ৫৮ লাখ ৭৮ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ৫ লাখ ৫১ হাজার ২টি শেয়ার ১০.৬০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ১০.৬০ টাকায়।

মেঘনা পেটের ১ লাখ ২০ হাজার ৫৫৮টি শেয়ার ৭৮ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১১ লাখ ৫৭ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ৬ হাজার ৬৮৭টি শেয়ার ৯.৬০ টাকা দরে ক্রয়ের আবেদন ছিল। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ৯.৬০ টাকায়।