English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৮:৪৯

বন্যা দুর্গতদের মাঝে লাফার্জ সুরমার খাদ্য বিতরণ

অনলাইন ডেস্ক
বন্যা দুর্গতদের মাঝে লাফার্জ সুরমার খাদ্য বিতরণ

সিলেটের ছাতক উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জ সুরমা সিমেন্ট।

মঙ্গলবার (৯ আগস্ট) ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান প্ল্যান্টের কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারে এ খাদ্য বিতরণ করেন।

জনসংযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইমপ্যাক্ট পিআর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ২৩০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন এবং ১ কেজি তেল প্রদান করে লাফার্জ সুরমা সিমেন্ট।

বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন, লাফার্জ সুরমার ভারপ্রাপ্ত প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং, স্টেকহোল্ডার রিলেশন ম্যানেজার শেখ মো. আবুল কালাম, কমিউনিকেশন এবং পিআর বিভাগের নাফীজ ইমতিয়াজ করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।