English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ২২:০৮

বিনিয়োগ সুবিধায় আইডিএলসি এনেছে ইজি ইনভেস্ট

এমএজামান
বিনিয়োগ সুবিধায় আইডিএলসি এনেছে ইজি ইনভেস্ট

ইজি ইনভেস্ট নামের বিনিয়োগ স্কিমে মাসিক ৩ হাজার টাকা থেকে যে কোনো অঙ্কের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ নিতে পারবে। বিনিয়োগ ঝুঁকি কমাতে বিনিয়োগ সিদ্ধান্ত নেবে মার্চেন্ট ব্যাংকটি বলে জানিয়েছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মনিরুজ্জামান।

রাজধানীর লেকশোর হোটেলে মঙ্গলবার (৯ আগস্ট) এই বিনিয়োগ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনকালে দ্যঢাকাপোষ্ঠডটকমের কাছে এমডি এ কথা বলেন ।

মনিরুজ্জামান বলেন, গ্রাহকের হয়ে আমরাই শেয়ারে বিনিয়োগ করব। বার্ষিক ৩ শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে মুনাফার পুরোটাই পাবেন গ্রাহক। তবে লোকসানের ঝুঁকিটা গ্রাহকদের নিতে হবে।

তবে আমাদের পরিকল্পনা অনুসারে আপনি শেয়ারবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে দক্ষ লোকদের সেবা পাবেন। কোন কোম্পানির শেয়ার কিনলে বেশি লাভ হতে পারে সে চিন্তাও আপনার হয়ে করবে আমাদের লোকেরা। ফলে আপনার শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের ঝুঁকি কমে যাবে।

ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগ করলে সেখানে গিয়ে টাকা জমা দিতে হয় জানিয়ে এমডি বলেন, আমাদের পরিকল্পনা নিলে আপনাকে আসতে হবে না। আমরা সরাসরি আপনার ব্যাংক হিসাব থেকে টাকা নিয়ে নেব। ফলে আপনার খরচ কমে যাবে।

এই সেবার মাধ্যমে সাধারণত ব্যাংকে টাকা রাখলে যে মুনাফা পাওয়া যায় তার চেয়ে বেশি পাওয়া যাবে। দীর্ঘমেয়াদে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মুনাফা হতে পারে বলে মনে করছেন মনিরুজ্জামান।

এ ধরনের বিনিয়োগ স্কিমের মেয়াদ হবে ৩, ৫ বা ১০ বছর। চাইলে মেয়াদ পূর্তির আগেই গ্রাহক অর্থ তুলে নিতে পারবে। এ স্কিমের অংশ হিসেবেই বার্ষিক ৭৪ টাকা দিয়ে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুতে বা সম্পূর্ণ কর্মক্ষমতা হারালে ১ লাখ টাকার বীমার সুযোগ পাবে এই গ্রাহকরা বলে জানান এমডি।

উদ্বোধন অনুষ্ঠানে রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে ১০-১৫টি ভালো কোম্পানি দিয়ে হবে না। আরো অনেক ভালো কোম্পানি আনতে হবে।

ডিএসইর আরেক সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, ২০০৯-১০ সালে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করে লোকসান করেছে। যাদের অনেকের জ্ঞানের অভাব ছিল। যে কারনে তাদেরকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। কিন্তু এই খাতে ৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হলেও ফল আসেনি।

ডিএসইর সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী বলেন, শেয়ারবাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমেজ সংকট। কিছু সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারের ইমেজ নষ্ট করেছে। এর মধ্যে রয়েছে তিতাস গ্যাস ইস্যুতে এনার্জি রেগুলেটরি কমিশন ও শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের এমডি আরিফ খান, মিনহাজ মান্নান ইমনসহ আইডিএলসি ফাইন্যান্স ও আইডিএলসি ইনভেস্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।