English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৮:৪৮

বিএসইসির বিরুদ্ধে ৩৪টি মামলা

অনলাইন ডেস্ক
বিএসইসির বিরুদ্ধে ৩৪টি মামলা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ মামলা দায়ের করেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ মামলা দায়ের করা হয়।

বিএসইসি’র সর্বশেষ প্রকাশিত বার্ষিকী প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিএসইসির বিরুদ্ধে মামলা দায়ের করার অন্যতম কারন হিসাবে রয়েছে জরিমানার আদেশকে চ্যালেঞ্জ করা। এছাড়া সিকিউরিটিজ সংক্রান্ত আইন অন্যতম।

জরিমানার আদেশকে চ্যালেঞ্জ, সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও অন্যান্য কারনে উচ্চ-আদালতে ২৫টি রীট করা হয়েছে। এছাড়া ৯টি কোম্পানি ম্যাটার দায়ের করেছে।