English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৪:৪০

ডিএসইর পিই রেশিও বেড়েছে

অনলাইন ডেস্ক
ডিএসইর পিই রেশিও বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.৪১ শতাংশ।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪.৮৪ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৪.৭৮ পয়েন্ট।

বর্তমানে খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.২০ পয়েন্টে।

এছাড়াও অন্যান্য খাতের মধ্যে সিমেন্ট ২৫.২৫, সিরামিকস ২৩.০৬, প্রকৌশল ১৪.১৬, আর্থিক ১৯.৬৭, খাদ্য ও আনুষঙ্গিক ২৪.৯৯, জ্বালানি ও বিদ্যুৎ ১৩.১৬, বীমা ১৪.৮৭, তথ্যপ্রযুক্তি ২৬.৩৮, পাট ২৫৫.৩০, বিবিধ ২৩.৫২, পেপার ও প্রকাশনা ১৯৬.৫৮, ওষুধ ও রসায়ন ২১.৪৭, সেবা ও আবাসন ১৯.২২, চামড়া ২৮.৭২, টেলিযোগাযোগ ১৮.১২, বস্ত্র ১০.৯০ এবং ভ্রমণ ও অবকাশ ১৬.৮০ পয়েন্টে রয়েছে।

খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে।