English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:১৭

‘আইপিওর ব্যয় কমানোর পরামর্শ’

এমএজামান
‘আইপিওর ব্যয় কমানোর পরামর্শ’

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৬ জুলাই) ঘোষিত মুদ্রানীতিতে এই পরামর্শ দেওয়া হয়।

গভর্নর ফজলে কবির সকালে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর’১৬) জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন।

করপোরেট তথা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যাতে সহজে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাকে আরো বেশি সহায়ক ভূমিকা পালনের জন্য পরামর্শ দেওয়া হয় মুদ্রানীতিতে।

মুদ্রানীতিতে পুঁজিবাজারের সাম্প্রতিক নেতিবাচক ধারার কিছু পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের জানুয়ারি মাসে জিডিপির বিপরীতে পুঁজিবাজারের মূলধনের অনুপাত ছিল ১৫.০৪ শতাংশ, যা মে মাসে ১৪.৬৮ শতাংশে নেমে আসে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য-আয় অনুপাত ১৫.২২ থেকে ১৪.৩৩ এ নেমে আসে।

মুদ্রানীতিতে বলা হয়েছে, সরকার বেসরকারি খাতে পেনশন চালুর জন্য দীর্ঘ মেয়াদি পেনশন সঞ্চয় প্রকল্প চালু করতে যাচ্ছে। এর জন্য একটি পেনশন ফান্ড রেগুলেটর গঠন করা হবে। এটি সফলভাবে চালু হলে তা মুদ্রা ও পুঁজিবাজারকে সহায়তা করবে। দীর্ঘ মেয়াদী সঞ্চয় থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অর্থায়ন করা যাবে সহজেই।