English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৫:০৫

৪ কোম্পানির সভা ঘোষণা

অনলাইন ডেস্ক
৪ কোম্পানির সভা ঘোষণা

চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এ সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বোর্ড সভার তারিখ নির্ধারন করা কোম্পানিগুলো হল- শাহজালাল ইসলামি ব্যাংক, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্স। কোম্পানিগুলোর বোর্ড সভা শেষে সর্বসাধারনের জন্য আর্থিক অবস্থা প্রকাশ করা হবে।

আগামি ২৪ জুলাই বিকাল ৫টায় শাহজালাল ইসলামি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ জুলাই ৩টায় রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের, ২৬ জুলাই ২.৪৫ টায় গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ও ২১ জুলাই ৩ টায় ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই লিস্টিং রেগুলেশন-২০১৫ এর ১৬(১) অনুযায়ি কোম্পানিগুলোর এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।