English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ১৬:৩৮

মার্জিণ ঋণধারীদের তথ্য চেয়েছে জিপি

অনলাইন ডেস্ক
মার্জিণ ঋণধারীদের তথ্য চেয়েছে জিপি
গ্রামীণফোন (জিপি) ব্রোকার হাউজ ও ডিপির কাছ থেকে মার্জিণ ঋণধারীদের তথ্য চেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিপি কোম্পানির শেয়ারহোল্ডাদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ার হোল্ডিং পজিশন, প্রযোজ্য কর হার এবং প্রাপ্য নেট ডিভিডেন্ডের তথ্য পাঠাতে বলেছে। এছাড়া কোম্পানিটি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব নম্বর, নাম ও রাউটিং নম্বরও পাঠাতে বলেছে।

ব্রোকার হাউজগুলোকে আগামী ৯ আগস্টের আগেই তথ্যগুলো পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। রেকর্ড ডেটের আগেই কোম্পানির বিনিয়োগকারীদের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে।