English Version
আপডেট : ১৭ জুলাই, ২০১৬ ১৫:০১

ইভিন্সে ঋণ দিতে বিএসইসির নিষেধ, বিনিয়োগকারীদের স্বার্থেই থাকবে চেয়ারম্যান

এমএজামান
ইভিন্সে ঋণ দিতে বিএসইসির নিষেধ, বিনিয়োগকারীদের স্বার্থেই থাকবে চেয়ারম্যান

ইভিন্স টেক্সটাইলের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইভিন্স টেক্সটাইলের শেয়ার কিনতে ঋণ সুবিধা না দেওয়ার জন্য স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফোলিও ম্যানেজারদের অনুরোধ জানানো হয়েছে। কোম্পানির লেনদেনের প্রথম ৩০ দিনে এই ঋণ সুবিধা দেওয়া যাবে না।

আজ রোববার ইভিন্স টেক্সটাইলের লেনদেন শুরুর আগে কোম্পানিটির চেয়ারম্যান আনোয়ারুল পারভেজ চৌধুরী বলেন, আমরা বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করব।

পারভেজ অারো বলেন, আমরা আইপিওতে সাড়া ভাল পেয়েছি। তাই আমাদের কাজ কোম্পানিকে অারো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ইভিন্স টেক্সটাইল ১০০ ভাগ এক্সপোর্ট অরিয়েন্টেড কোম্পানি। এই কোম্পানি থেকে বিনিয়োগকারীরা ভালো কিছু পাবে বলে মনে করেন তিনি।

জানা যায়, ইভিন্স টেক্সটাইল আজ থেকে পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ETL” ও ১৭৪৭২। অন্যদিকে সিএসইতে কোম্পানিটির স্ক্রিপ আইডি হবে ১২০৬০। আর স্ক্রিপ কোড হবে “ETL”।

এর আগে গত ২৩ জুন কোম্পানিটির আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। আর ১৯ জুন কোম্পানিটি ডিএসই তালিকাভুক্তির অনুমোদন পায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত ১৫ জুন তালিকাভুক্তির অনুমোদন পায়।

জানা গেছে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।