English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৪:৫১

মূলধন কম থাকায় ব্যবসা মন্দা

এমএজামান
মূলধন কম থাকায় ব্যবসা মন্দা

আইএফআইসি ব্যাংকের পরিশোধিত মূলধন কম। ব্যাংকের মূলধন কম থাকায় ব্যবসা ভালো করতে পারেনি বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) এ কথা বলেন। সভায় আইএফআইসি ব্যাংকের ১:১ রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেন বিনিয়োগকারীরা। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা। পাশাপাশি সভায় ১২ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ অন্য এজেন্ডা অনুমোদন করেন বিনিয়োগকারীরা।

চেয়ারম্যান  বলেন, ইতোমধ্যে আমরা ৩৫০ কোটি টাকার সাবওর্ডিনেটেড বন্ড ইস্যু করেছি। এখন প্রতিযোগিতার বাজার। এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে বেশি পুঁজি খাটিয়ে ব্যবসা করতে হবে। তাই আমরা রাইট ইস্যুতে কোনো প্রিমিয়াম নিচ্ছি না। অভিহিত মূল্যে সবাই এই রাইট কিনতে পারবেন। মূলধন বাড়লে লাভ বেশি করতে পারবো। তাতে আপনাদের ডিভিডেন্ড বেশি দিতে পারব বলে জানান তিনি।

কোম্পানি সচিব একেএম মাজহারুল হকের সঞ্চালনায় সভায় ব্যবস্থাপনা পডিরচালকসহ ব্যাংকের পরিচালকমণ্ডলী উপস্থিত ছিলেন।

উল্লেখ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই ব্যাংকটি রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করবে।