English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৪:২৮

পূর্বের নিয়মেই হবে বহুজাতিক কোম্পানির হিসাববছর

অনলাইন ডেস্ক
পূর্বের নিয়মেই হবে বহুজাতিক কোম্পানির হিসাববছর

বহুজাতিক কোম্পানিগুলোর জন্য জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে হিসাববছর হিসেবে গণনা করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অর্থবিল ২০১৬ এর আগের বছর আরোপ করা শর্তটি শিথিল করা হয়। অর্থ বিল ২০১৫, এর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে সব প্রতিষ্ঠানকে সার্বজনীন হিসাব বছর অনুসরণ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়। এর জন্য জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়। জুলাই থেকে জুন হচ্ছে করবছর।
 
করবছরের সঙ্গে মিল রেখে হিসাববছর নির্ধারণই ছিল অর্থ বিল, ২০১৫ এ আরোপ করা ওই শর্তের প্রধান উদ্দেশ্য। অর্থ বিল ২০১৫ এর আলোকে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে তালিকাভুক্ত সব কোম্পানিকে অভিন্ন হিসাববছর (জুলাই-জুন) অনুসরণ করতে চলতি বছরের ২৭ এপ্রিল বিএসইসির একটি নির্দেশ দেয়।

কিন্তু নতুন হিসাববছর অনুসরণের এই শর্তে বিপাকে পড়ে বহুজাতিক কোম্পানিগুলো। কারণ বিদেশে অবস্থিত এদের মূল কোম্পানির হিসাববছর ভিন্ন। এর সঙ্গে সহযোগী কোম্পানির হিসাববছরের মিল না থাকলে মূল কোম্পানি তার সমন্বিত হিসাব তৈরি করতে পারবে না।

বহুজাতিক কোম্পানিগুলোর এই সমস্যার কথা বিবেচনা করে অভিন্ন হিসাববছর অনুসরণের বাধ্যবাধকতা থেকে ফিরে এসেছে সরকার। অভিন্ন হিসাববছর অনুসরণে বিএসইসির নির্দেশনার পর তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে ম্যারিকো বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাটা সু এবং রেকিট বেনকিজার এজিএম বাতিল করে।  কিন্তু অর্থ বিল ২০১৬ এ বাধ্যবাধকতা শিথিল করায় এ কোম্পানিগুলো ফের আগের নিয়মে ফিরে যাবে বলে জানা গেছে।