English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৩:১৪

মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে বিএসসি

অনলাইন ডেস্ক
মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে বিএসসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ব্রোকারেজ হাউজ ও ডিপির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারহাউজগুলোকে আগামী ২৮ জুলাইয়ের আগেই মার্জিন ঋণধারীদের তথ্য পাঠাতে বলেছে। যেসব বিনিয়োগকারীদের মার্জিন ঋণ রয়েছে তাদের নাম, বিও আইডি নম্বর এবং ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন পাঠাতে হবে।

ব্রোকার হাউজগুলোকে মার্জিন ঋণধারীদের তথ্য হার্ড ও সফট উভয় কপিই পাঠাতে হবে।