English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৬:৩৮

রাইটসহ মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন

এমএজামান
রাইটসহ মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন

এবি ব্যাংকের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে বিনিয়োগকারীরা। ফলে ৫টি শেয়ারের বিপরীতে ৪টি রাইট পাবে। ১০ টাকা ফেসভ্যালুতে এই রাইট পাবে বিনিয়োগকারীরা। এর জন্য আজ সকালে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর সেনামালঞ্চ কনফারেন্স সেন্টারে কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীরা এসব প্রস্তাব অনুমোদন করে।

এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। অনুমোদন পাওয়ার পর বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করবে ব্যাংকটি।

পরে এজিএমে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান এম ওহিদুল হক। তিনি ব্যাংকের ব্যবসা সম্পর্কে বিনিয়োগকারীদের অবহিত করেন।

তিনি বলেন, ব্যবসায় অনিশ্চয়তা, সুদের হারের ক্রমকমতি ও বড় ঋণ বিতরণের ক্ষেত্রে সীমাবদ্ধতাই আগামীতে এবি ব্যাংকের বড় চ্যালেঞ্জ হবে।  তবে যোগ্য ম্যানেজমেন্ট আর শেয়ারহোল্ডারদের সমর্থন পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। সবাই একত্রে কাজ করলে সন্তোষজনক প্রবৃদ্ধি আসবে বলে মনে করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ, ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, কোম্পানি সচিব মহাদেব সরকার সুমনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।