English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৩:৩৭

লাফার্জ ভারতে থাকা সম্পদ বিক্রি করছে নিরমার কাছে

এমএজামান
লাফার্জ ভারতে থাকা সম্পদ বিক্রি করছে নিরমার কাছে

লাফার্জ সিমেন্ট কোম্পানি ভারতে থাকা তাদের সব সম্পদ বিক্রি করে দিচ্ছে নিরমা গ্রুপ কাছে। অবশ্য গত বছর লাফার্জ কোম্পানি হোলসিমের সঙ্গে একীভূত  হয়েছে। ফলে এর নতুন নাম এখন লাফার্জ-হোলসিম।

একীভূতকরণের শর্ত পূরণে বিশ্বের বিভিন্ন দেশে লাফার্জ ও হোলসিমকে কিছু প্ল্যান্ট ও সম্পদ বিক্রি করতে হয়েছে। ভারতে সম্পদ বিক্রির টাকায় কোম্পানির ঋণ শোধ করবে লাফার্জ। সোমবার (১১ জুলাই) লাফার্জ ও নিমরমার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী লাফার্জ ইন্ডিয়ার সমস্ত সম্পদ ১৪০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেবে নিরমা লিমিটেড। তবে তার জন্য দেশটির কম্পিটিশন কমিশনের অনুমোদ প্নরয়োজন হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে অনুসারে, ভারতে ৩টি সিমেন্ট কারখানা চালায় লাফার্জ ইন্ডিয়া। দেশটিতে ওই কোম্পানির ২টি সিমেন্ট গ্রিন্ডিং স্টেশনও আছে; যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ কোটি ১০ লাখ টন। ভারতের বাজারে রেডি-মিক্স কংক্রিট উৎপাদনে এতোদিন শীর্ষ অবস্থানে ছিল লাফার্জ।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে লাফার্জ জানিয়েছে, ঋণের বোঝা কমাতে ভারতে নিজেদের ব্যবসা নিরমার কাছে বিক্রি করে দিচ্ছে লাফার্জ।

লাফার্জ-হোলসিম এখন ভারতে তার সহযোগী প্রতিষ্ঠান এসিসি লিমিটেড এবং আমবুজা সিমেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে। এই দুটি সাবসিডিয়ারি কোম্পানির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬০ মিলিয়ন টন। ভারতজুড়ে এদের বিতরণ নেটওয়ার্ক আছে।

অন্যদিকে, ভারতে সাবান, ডিটারজেন্ট, লবন, সোডা অ্যাশ, কস্টিক সোডা, সিমেন্ট, প্যাকেজিং এবং গৃহস্থালীর ব্যবহার্য বিভিন্ন পণ্যের ব্যবসা করছে কারসানভাই পাটেলের প্রতিষ্ঠিত নিরমা লিমিটেড। ভারত এবং যুক্তরাষ্ট্রে ওই কোম্পানির ১২টির বেশি কারখানা আছে।