English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ১৬:১৭

রাইট শেয়ার ছাড়তে চায় ৫ কোম্পানি

অনলাইন ডেস্ক
রাইট শেয়ার ছাড়তে চায় ৫ কোম্পানি

রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে টাকা তুলতে চায় তালিকাভুক্ত ৫ কোম্পানি। এর মধ্যে ৩ কোম্পানি বিনিয়োগকারীদের অনুমোদন নিয়ে বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

জানা যায়, অন্য দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ রাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হয়নি। বিনিয়োগকারীদের অনুমোদন সাপেক্ষে বিএসইসিতে আবেদন করবে কোম্পানিগুলো।

রাইট ছেড়ে বাজার থেকে টাকা তোলার অপেক্ষায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফিন্যান্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) এবং বঙ্গজ বিএসইসিতে আবেদন করেছে। আর এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেড এখনো বিএসইসিতে আবেদন করেনি।

প্রতিষ্ঠানগুলো ব্যবসা সম্প্রসারণ ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পূরণ করতে রাইট ছেড়ে টাকা তুলবে। তবে সব কিছু নির্ভর করছে বিএসইসির উপর। সংস্থাটি সব কিছু যাচাই-বাছাই করে রাইটের অনুমোদন দেবে।