English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৬ ১৩:১৫

তিন কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

অনলাইন ডেস্ক
তিন কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ও আইএফআইসি ব্যাংক।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক

এবি ব্যাংকের ইজিএম ও এজিএম আগামী ১২ জুলাই সকাল ৯টা ও ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এই ব্যাংকের এজিএম ও ইজিএম সেনামালঞ্চ, ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে।

ব্যাংকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এক্সিম ব্যাংক

এই ব্যাংকের এজিএম আগামী ১৪ জুলাই সকাল ১১টায় রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এক্সিম ব্যাংক ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আইএফআইসি ব্যাংক

এই ব্যাংকের এজিএম আগামী ১৪ জুলাই সকাল ১১টায় অফিসার্স ক্লাব, বেইলি রোডে অনুষ্ঠিত হবে। ব্যাংকটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।