English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১৩:৩৪

ডিএসইর ৭৩% কোম্পানির শেয়ার দর বেড়েছে

অনলাইন ডেস্ক
ডিএসইর ৭৩% কোম্পানির শেয়ার দর বেড়েছে

বিদায়ি সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। একই সাথে ডিএসই’র মূল্যসূচক বেড়েছে ১২৬ পয়েন্ট। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গেল সপ্তাহে ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর কমেছে ৬১টি’র ও অপরিবর্তিত রয়েছে ২৭টি’র। এসময়ে দর বেড়েছে ২৪০টি কোম্পানির।

ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫০৭.৫৮ পয়েন্টে। এ ছাড়া গত সপ্তাহে ডিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট ও ডিএসই শরিয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে ৩৫১ কোটি ১০ লাখ টাকার আর্থিক লেনদেন বেড়েছে। এসময়ে ১ হাজার ৯৭০ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেনের পরিমাণ ৩৯৪ কোটি ২ লাখ টাকা।

মোট লেনদেনের ৯১.৬০ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ০.৫৩ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৬.৯৭ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৯০ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

গত সপ্তাহের লেনদেনে ডিএসই’র মূল্য-আয় (পিই) অনুপাত বেড়েছে ০.২৯ পয়েন্ট। সপ্তাহের শুরুতে পিই ছিল ১৪.৩২। যা বর্তমানে রয়েছে ১৪.৬১ পয়েন্টে। এ সময়ে সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ১১ হাজার ৫৯৪ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৫৭৫ কোটি টাকায়।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার শেয়ার। এ সময়ে কোম্পানির ৭১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৬৩ শতাংশ। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, আমান ফিড, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল ফিড মিল।