English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৬:৩০

আইপিও অনুমোদন পেল ফরচুন সুজ

অনলাইন ডেস্ক
আইপিও অনুমোদন পেল ফরচুন সুজ
ফরচুন সুজ কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
 
বুধবার (২৯ জুন) বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

এর মাধ্যমে ফরচুন সুজ পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে  ২২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটি এ টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, প্রশাসনিক ভবন নির্মাণ এবং আইপির কাজে ব্যয় করবে।কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৭৫ টাকা।