English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৫:৫৫

ইভিন্স টেক্সটাইলের লেনদেন শুরু ১৭ জুলাই

এমএজামান
ইভিন্স টেক্সটাইলের লেনদেন শুরু ১৭ জুলাই

ইভিন্স টেক্সটাইল লেনদেন শুরু আগামী ১৭ জুলাই। ওইদিন কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ETL”। আর কোম্পানি কোড ১৭৪৭২। এর আগে গত ২৩ জুন কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়।

১৯ জুন কোম্পানিটি ডিএসইর তালিকাভুক্তির অনুমোদন পায়। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১.৬২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭.৬২ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।