English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ১৮:৪৬

৪ কোম্পানির ডিভিডেন্ড বিওতে পাঠিয়েছে

অনলাইন ডেস্ক
৪ কোম্পানির ডিভিডেন্ড বিওতে পাঠিয়েছে

৪ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক বিওতে পাঠিয়েছে। কোম্পানিগুলো হল- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ফিন্যান্স ও রংপুর ফাউন্ডারি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফিন্যান্স ৩১ ডিসেম্বর, ২০১৫ হিসাব বছরের নগদ ডিভিডেন্ড পাঠিয়েছে। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স আলোচিত বছরের বোনাস ডিভিডেন্ড বিও হিসাবে পাঠিয়েছে। আর রংপুর ফাউন্ডারি ও ইউনাইটেড পাওয়ার ৩০ জুন, ২০১৬ হিসাব বছরের অন্তর্বর্তীকালীন নগদ ডিভিডেন্ড পাঠিয়েছে।

এদিকে আলোচিত বছরে  ইসলামিক ফিন্যান্স ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর রংপুর ফাউন্ডারি ২৩ শতাংশ ও ইউনাইটেড পাওয়ার ৮০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। অন্যদিকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।