English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ২০:১০

কর্মসংস্থান সৃষ্টি করতে চায় ন্যাশনাল ফাইন্যান্স

এমএজামান
কর্মসংস্থান সৃষ্টি করতে চায় ন্যাশনাল ফাইন্যান্স

দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল ফাইন্যান্স অবদান রাখতে চায় বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

শনিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে কোম্পানির ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান এ কথা বলেন । 

এজিএম সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন এবং ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড সবসম্মতিক্রমে অনুমোদন দেন বিনিয়োগকারীরা। পাশাপাশি এজিএমে কোম্পানির নিরীক্ষক নির্বাচন, সন্মানি, পরিচালক নির্বাচনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেন বিনিয়োগকারীরা।

চেয়ারম্যান বলেন, বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এর মধ্যে ন্যাশনাল ফাইন্যান্স তার ব্যবসায়ীক উন্নতিসহ মুনাফার বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে। এরই ধারায় ২০১৫ সালে কোম্পানিটির পরিচালনায় আয় বেড়েছে ৪৪.৭২ শতাংশ। আর সম্পদের পরিমাণ বেড়েছে ২৩.৩৭ শতাংশ।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কোম্পানির শাখা খোলা, এসএমই ও মাইক্রো এন্টারপ্রাইজে অর্থায়ন করার পরিকল্পনার কথা বলেন। পাশাপাশি ঋণ পণ্যের বহুমূখী করার মাধ্যমে সেবার মান আরো বহুগুন বাড়ানোর হবে। এজন্য কোম্পানির কর্মকর্তাদের আরো আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

এসময়ে এজিএম সভায় উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান ইনামুল হক, পরিচালক রওশন আক্তার, আসিফ জহির, মারুফ আক্তার মান্নান, আরিফা কবির, ফাহিমা মান্নান, ভারপ্রাপ্ত ব্যবস্থপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এবং কোম্পানি সচিব নাজমুল করিম প্রমুখ।