English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৭:৪৮

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শুনানি ১৪ জুলাই

অনলাইন ডেস্ক
ওয়েস্টার্ন মেরিন  শিপইয়ার্ডের শুনানি ১৪ জুলাই

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোম্পানির ২০১৪-২০১৫ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালতে আবেদন করেছে। এ আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ১৪ জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, একই সাথে আদালত কোম্পানিটিকে এজিএমের বিষয়ে দুইটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে বলেছেন।

ওয়েস্টার্ন মেরিন উচ্চ আদালতে কোম্পানি অ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী আবেদন করেছে।

আবেদনে কোম্পানিটি দেরিতে এজিএম করার কারণ উপস্থাপন করেছে এবং দ্রুত কোম্পানিটির এজিএম সম্পন্ন করার অনুমতি চেয়েছে।

কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ২০ জুন শুনানির আদেশ দেন।