‘সাংবাদিকরাই চুলচেরা বিশ্লেষণ করে সঠিক তথ্য দেয়’

সাংবাদিকরাই পারে দেশের পুঁজিবাজারসহ অর্থনীতির যেকোন বিষয় চুলচেরা বিশ্লেষণ করে সঠিক তথ্য জনগণকে জানাতে বলে জানান পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ ।
বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর সেগুনবাগিচার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
বক্তব্যে আবু আহমেদ বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান মন্দা পরিস্থিতি থেকে উতরাতে পুঁজিবাজার বিটের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সাংবাদিকরাই পারেন দেশের পুঁজিবাজারসহ অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ করে সঠিক তথ্য জনগণকে জানাতে। যা প্রকৃতপক্ষে দেশের পুঁজিবাজার তথা অর্থনীতির কাজে লাগবে।’
সংক্ষিপ্ত বক্তব্য শেষে অধ্যাপক আবু আহমেদ দোয়া পরিচালনা করেন।
সিএমএজেএফ-এর সভাপতি ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্টজনদের মধ্যে ইফতার মাহফিলে অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার খুজিস্তা-নূর-ই- নাহরিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান টিপু, এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব মজুমদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ইকোনমিকস রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি ও একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ আহমেদ দিলাল, সাধারণ সম্পাদক ও অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, সিএমএজেএফের ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, একুশে টেলিভিশনের সিনিয়র বিজনেস এডিটর আতিয়ার রহমান সবুজ, বাংলাভিশনের নিউজ এডিটর শারমিন রিনভি, চ্যানেল টুয়েন্টিফোরের নিউজ এডিটর হাসান ইমাম রুবেলসহ সংগঠনের অন্য সদস্যরা।
আরও উপস্থিত ছিলেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা অফিস প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক।