English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ১৪:১৬

বাংলাদেশ থাইয়ের রাইট শেয়ার ইস্যু অনুমোদন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ থাইয়ের রাইট শেয়ার ইস্যু অনুমোদন

বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৭৮তম কমিশন সভায় এ অনুমোদন দেন।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি ১০ টাকা মূল্যে ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করা হবে। যা দিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধ করা হবে।

২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৪৭.৯৪ টাকা। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন (ছয় মাসে) সময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ১.০৩ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাজ করছে।