ডিএসই’র এমডি পদে প্রাথমিকভাবে নির্বাচিত মাজেদুর

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে পারেন প্রিমিয়ার ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। রোববার (১৯ জুন) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় প্রাথমিকভাবে কে এ এম মাজেদুর রহমানের নাম ঠিক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসই’র এক কর্মকর্তা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এখন কে এ এম মাজেদুর রহমানের সঙ্গে আবার বসবে ডিএসই কর্তৃপক্ষ। সেই বসায় তার বেতন ও আনুসাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা ফলপ্রসু হলে তার নাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিবে ডিএসই কর্তৃপক্ষ। বিএসইসি তার বিষয়ে খোঁজ-খবর নিবে। কোনো বিষয়ে সমস্যা না থাকলে তাকে ডিএসইর ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ অনুমোদন করবে বিএসইসি।
এদিকে, কে এ এম মাজেদুর রহমান ১৯৮১ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। প্রায় দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবনে তাঁর রয়েছে দেশ ও বিদেশে ব্যাংকিং অভিজ্ঞতা। তিনি লন্ডনে গ্রিন্ডলেজ ব্যাংকের গ্রুপ অডিটে ১৯৮৫ সালে নিয়োগপ্রাপ্ত হন। তিনি গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ, ইউএই, অস্ট্রেলিয়া ও ভারতের দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ের মাশরেক ব্যাংকেও দায়িত্ব পালন করেন। মাজেদুর রহমান এসএমই ব্যবসায় অর্থায়ন, ই-ব্যাংকিং, অল্টারনেট ডেলিভারি চ্যানেল ও ব্যাংকিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ অবদান রাখেন। তিনি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশে সিকিউরিটিরাইজেশন অব অ্যাসেট এবং জিরো কুপন বন্ড চালু করেন। তিনি ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।