English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ১৫:১৪

নানা অপরাধে ১১২ কোম্পানিকে নিষিদ্ধ করেছে সেবি

অনলাইন ডেস্ক
নানা অপরাধে ১১২ কোম্পানিকে নিষিদ্ধ করেছে সেবি

পুঁজিবাজারে কারসাজি, কর ফাঁকিসহ মুদ্রা পাচারের অপরাধে ১১২ কোম্পানিকে নিষিদ্ধ করেছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

শনিবার (১৮ জুন) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এর আগে গত ২৯ মার্চ ২৪৬ কোম্পানিকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করে সেবি। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে ১১২ কোম্পানিকে নিষিদ্ধ করা হয়।

সংস্থাটি জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিগুলো ভুয়া লেনদেনের মাধ্যমে বাজার থেকে ১ হাজার ৬০০ কোটি রুপি হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ ওঠেছে। পাশাপাশি অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের বোকা বানিয়ে শেয়ার দর বাড়িযেছে।

এদিকে নিষিদ্ধ হওয়া কোম্পানিগুলোর অধিকাংশই ভারতের কৈলাস অটো গ্রুপের বিভিন্ন কোম্পানির সাথে জড়িত এমন অভিযোগও রযেছে।

সংস্থার স্থায়ী সদস্য রাজিব কুমার আগারওয়াল বলেছেন, এ ধরনের জালিয়াতি বাজারের বিশ্বাসযোগ্যতা এবং বিনিয়োগকারীদের স্বার্থে চরম আঘাত হেনেছে।