English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৭:৩৫
বিদায়ি সপ্তাহ ডিএসইতে

অধিকাংশ কোম্পানির শেয়ারে দরপতন

অনলাইন ডেস্ক
অধিকাংশ কোম্পানির শেয়ারে দরপতন

বিদায়ি সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এ সময় লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে ১৯২টির দরপতন হয়েছে। দর বেড়েছে ১১০টি কোম্পানির। এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানি।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বিদায়ি সপ্তাহে (১২ থেকে ১৬ জুন) পতন হয়েছে। এ সময় ডিএসইএক্স ২৩.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৩৯৫.২৮ পয়েন্টে। এছাড়া গত সপ্তাহে ডিএসই-৩০ সূচক ৮.৭৭ পয়েন্ট ও ডিএসই শরিয়াহ সূচক ২.০৬ পয়েন্ট কমেছে।

এসময়ে সব ধরনের সূচকে পতন হলেও ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ৫ কার্যদিবসে ডিএসইতে দৈনিক গড় লেনদেন পরিমাণ ছিল ৩৯৪ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন ছিল ৩৪৫ কোটি ১৬ লাখ টাকা।

মোট লেনদেনের ৮৫.৩৬ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ১.০২ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১৩.১৫ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৪৭ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

গত সপ্তাহের বাজার মূলধন কমেছে ০.৪২ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ১৩ হাজার ৭৪৬ কোটি টাকা। সপ্তাহের শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ৪২৪ কোটি টাকায়।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরিজের শেয়ার। এ সময়ে কোম্পানিটির ১৭১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের মোট লেনদেনের ৮.৭২ শতাংশ।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বিএসআরএম, আমান ফিড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লিন্ডে বিডি, কাশেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা।