English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৭:১০

কুয়েতে ওষুধ পাঠাবে বেক্সিমকো ফার্মা

অনলাইন ডেস্ক
কুয়েতে ওষুধ পাঠাবে বেক্সিমকো ফার্মা

কুয়েতে ওষুধ রফতানি শুরু করেছে বেক্সিমকো ফার্মা। অ্যাজমা রোগের প্রতিষেধক অ্যাজমাসল ও বেক্সিট্রল এফ এবং ব্লাড প্রেসারের এমডোকালের প্রতিটি ৬ হাজার ইউনিট করে রফতানি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুন) এই ওষুধ রফতানির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত।

বেক্সিমকা গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, বেক্সিমকো ফার্মার জন্য বৃহস্পতিবার শুভ দিন। এ দিনে কুয়েতে ওষুধ রফতানির যাত্রা শুরু হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ থেকে গালফ বা জিসিসি অঞ্চলের কোনো দেশে প্রথম ওষুধ রফতানি হলো।

তিনি বলেন, দেশের বাজারের তুলনায় কুয়েতে প্রায় ২০-২৫ শতাংশ বেশি দরে ওষুধ রফতানি করা হবে। আবার কুয়েত অন্য যেসব দেশ থেকে আমদানি করে সে তুলনায় অনেক কমে। এতে করে কুয়েতে ওষুধের মার্কেট ধরা সহজ হবে।

বর্তমানে ৫৩টি দেশে বেক্সিমকো ফার্মা থেকে ওষুধ রফতানি করা হয়। কুয়েত নিয়ে হবে ৫৪টি। এসব দেশে ৬০০ প্রকারের ওষুধ রফতানির জন্য রেজিস্টার্ড করা আছে। এই দেশগুলোতে বছরে প্রায় ১৫ মিলিয়ন ডলারের ওষুধ রফতানি করা হয়। আর আগামী ৫ বছরে বাৎসরিক ১ বিলিয়ন ডলার রফতানি করা লক্ষ্য। এ ক্ষেত্রে প্রায় ৬৬.৬৭ গুণ রফতানি বৃদ্ধি পাবে, বলেন সালমান এফ রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন, প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।