English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৩:৫২

সামিট পাওয়ারের অ্যামালগেমেশন রায় ১৪ জুলাই

অনলাইন ডেস্ক
সামিট পাওয়ারের অ্যামালগেমেশন রায় ১৪ জুলাই

সামিট পাওয়ারের অ্যামালগেমেশনের (Amalgamation) রায়ের দিন ১৪ জুলাই নির্ধারণ করেছে হাইকোর্ট। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে একই গ্রুপের তিনটি লিমিটেড কোম্পানি একীভূত (Amalgamation) হওয়ার জন্য আবেদন করে।

কোম্পানিগুলো হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট উত্তরাঞ্চল পাওয়ার এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার। সে লক্ষ্যেই আদালতের শরণাপন্ন হয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চে সামিট পাওয়ারের মামলার শুনানি শেষ হয়। রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে এই মামলাটি। আগামী ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।