English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৬:৫৭

লাফার্জ সুরমা-এসইএল রেডিমিক্সের চুক্তি

অনলাইন ডেস্ক
লাফার্জ সুরমা-এসইএল রেডিমিক্সের চুক্তি

সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড এসইএল রেডিমিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের সাথে একটি সমঝোতা চুক্তি করেছে।

মঙ্গলবার (১৪ জুন) এ চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী এসইএল রেডিমিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস এখন থেকে তাদের নির্মাণ প্রকল্পে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে।

গুলশানে অবস্থিত লাফার্জ সুরমার প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিরাজ আখৌরি এবং এসইএল রেডিমিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।